উত্তরদিনাজপুর

ভাঙ্গিওয়ালার ভ্যানে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পিকআপ ভ্যান, ঘটনায় মৃত এক শ্রমিক

নিয়ন্ত্রন হারিয়ে ভাঙ্গিওয়ালার ভ্যানে ধাক্কা মারলো এক পিকাপ ভ্যান। ঘটনাস্থলে মৃত হয়েছে পিকাপ ভ্যানে থাকা এক শ্রমিকের। সেই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন ভাঙ্গিওয়ালা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। 

জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় এখন জানা যায় নি। স্থানীয় এলাকার বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে কুশমন্ডি গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। আহতের নাম জানা না গেলেও তার বাড়ি কালিয়াগঞ্জ থানা এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনা স্থলে গিয়ে পৌছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ বাহিনী। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ- বালুঘাট রাজ্য সড়কে কালিয়াগঞ্জের দিক থেকে আসা একটি পিকাপ ভ্যান বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল। পথে ফতেপুর এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে থাকা একটি ভাঙ্গিওয়ালার ভ্যানে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান।এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজলিতে পাল্টি খায়। ঘটনায় গুরুত্বর আহত হন ভ্যান চালক ওরফে ভাঙ্গিওয়ালা। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুশমমন্ডি গ্রামের হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকাপ ভ্যানে থাকা শ্রমীকের। গাড়ির চালক ও সহ চালক পলাতক। এই ঘটনার জেরে বেশ কিছু সময় রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

এলাকাবাসিদের অভিযোগ রাজ্য সড়কের উপরের একটি ব্রীজ সংস্কার করা হবে সেই কারনে রাস্তার পাশে অর্থ্যাৎ ব্রীজের দুই পাশেই পাথর ফেলে রাখেছে কর্মরত ঠিকাদার সংস্থা সেই কারনে আজ এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন।